গাবতলী তরফমেরু গ্রামে বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
মোঃ জাহিদ হাসান/বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া গাবতলী উপজেলার পৌর ৭নং ওয়ার্ডের তরফমেরু গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মিজানুর রহমান (২৯) বাদী হয়ে আপন ছোট ভাই মোহন মিয়া (২৮) কে বিবাদী করে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,বাদীর বাবা প্রায় ০২ বছর ০৬ মাস পূর্বে মারা যায় এবং তার মৃত্যুর পূর্বে দাঁড়াইল বাজারে মুদি দোকানের ব্যবসা করতো। এছাড়াও সে ০৩টি গরু দুই ভাইকে ০১টি করে ভাগ করে দেয় এবং ০১টি গরু কুরবানীর জন্য রেখে যায়। অতঃপর বাদীর বাবার মৃত্যুর পর তার চাচা সহ আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উক্ত দোকানটি বাদীকে ও আপন ছোট ভাই বিবাদীকে অর্ধেক করে বন্টন করে দেয়। কিন্তু উক্ত বিবাদী এতে খুশি না হয়ে আপন বড় ভাই বাদীর অর্ধেক দোকান ঘরও দাবি করে। বাদী বড় ভাই বিবাদী ছোট ভাইকে বিষয়টি বার বার বুঝাইতে চাইলে বিবাদী ছোট ভাই বাদী আপন বড় ভাইকে প্রায় সময় ধরে মারপিট করতো। বাদীর বাবা রেখে যাওয়া কুরবানীর গরুটি উক্ত বিবাদী ছোট ভাই জোর পূর্বক বিক্রি করে দেয়। বাদী আপন বড় ভাই এসব কাজের প্রতিবাদ করলে বিবাদী বাদীর উপর ক্ষিপ্ত হয়ে ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। সেই সূত্র ধরে পরিকল্পিত ভাবে গত ১৭ই জুন তারিখে প্রায় সকাল ১১টার সময় উক্ত বিবাদী বাদীর দোকান ঘরে জোর পূর্বক দখল করে দোকান ঘরে তালাবন্ধ করে দেয়। এছাড়াও বাদীকে সহ তার স্ত্রীকে নিজ বসতবাড়ী হতে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। এতে বাদী বিবাদীকে বাধা নিষেধ করতে গেলে বিবাদী তাকে বিভিন্ন ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়।এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন এবং বলে যে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে জানায় তিনি।