ঘাতক বিদ্যুৎ কেড়ে নিল এক যুবকের জীবন
কামরুল ইসলাম
চট্টগ্রামের বহদ্দারহাট পশ্চিম ফরিদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস (৪০) নামের এক যুবক মারা গেছেন।
গত শনিবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত তাপস বোয়ালখালীর উত্তর করোলডেঙ্গা গ্রামের মধু চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি বদ্দারহাট কাঁচা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান,গতকাল সন্ধ্যার দিকে বহদ্দারহাট ফরিদপাড়ায় ডিস লাইনের কাজ করছিলেন তাপস। এ সময় উপর থেকে পড়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।