চকরিয়ার রোহিঙ্গা ভোটারের তালিকা চেয়েছেন হাইকোর্ট

মোঃ সাইফুল ইসলাম :: স্টাফ রিপোর্টার,কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার দুটি ইউনিয়নে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। সোমবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় আব্দুল ওয়াহেদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মোজাহিদুল আওয়াল নুরী (রাজীব) এ রিট আবেদন করেন। আদালতে তিনিই আবেদনের পক্ষে শুনানি করেন।

অ্যাডভোকেট মোজাহিদুল আওয়াল নুরী বলেন, কৈয়ারখালী ও খুটাখালী ইউনিয়নে কতজন রোহিঙ্গার নাম ভোটার তালিকায় উঠেছে তা জানতে চেয়ে তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। ৬ মে’র মধ্যে এ তালিকা আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *