সরবরাহ না থাকায় বাড়ে সংকট। গতকাল শনিবার চট্টগ্রামের বিভিন্ন বাজারে কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হয়েছে এক হাজার টাকা দরে। অপরদিকে রাজধানী ঢাকার বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ২৬০-২৮০ টাকায়। গত বৃহস্পতিবার কাঁচা মরিচ বিক্রি হয় ২০০ টাকা কেজিতে।
এ ছাড়া সরবরাহ কম থাকায় বেড়েছে বেগুনের দাম। কেজি প্রতি বেগুনের দাম ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল প্রতি কেজি বেগুন বিক্রি হয় ১১০-১৩০ টাকায়। এদিকে বাজারে ব্রয়লার মুরগি, মুরগির ডিম, মাছ ও অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে।
প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা, আলু ৫৫ টাকা, রসুন ২০০-২২০ টাকা ও আদা ২৬০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। খুচরায় এক সপ্তাহ আগের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা ও আলুর দাম ৫ টাকা কমেছে। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৫০-২৬০ টাকা এবং প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি ডিম ১৫০-১৫৫ টাকায় বিক্রি হয়েছে।তবে বন্যা পরিস্থিতিতেও মাছের দামে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ঢাকার একাধিক খুচরা বাজারের মাছ ব্যবসায়ীরা। তারা জানান, বন্যার কারণে মাছের দামে তেমন প্রভাব পড়েনি। গতকাল প্রতি কেজি রুই মাছ ৩০০-৩৩০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, পাঙ্গাশ ২০০ টাকায় বিক্রি হয়েছে। দুই সপ্তাহ ধরে এ দামেই এসব মাছ বিক্রি হচ্ছে। তবে বন্যায় অনেক গবাদি পশু মারা যাওয়ায় কয়েক দিনের মধ্যে গরু ও খাসির মাংসের দাম কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।