চট্টগ্রাম কোতোয়ালিতে যৌন কাজের অভিযোগে তরুণ তরুণী আটক
কামরুল ইসলাম
চট্টগ্রাম নগরীর বিভিন্ন হোটেলে চলছে অসামাজিক যৌন কাজের রমরমা ব্যবসায়। কোতোয়ালীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাতে স্টেশন রোডের হোটেল সিলভার ইন আবাসিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার এসআই মো. সেলিম মিয়া। তিনি জানান, স্টেশন রোডের হোটেল সিলভার ইন আবাসিকে অভিযান চালিয়ে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিনজন পুরুষ, ৮ জন নারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।