চীন থেকে আম রপ্তানির অনুমোদন পেল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদক
চীনে রপ্তানির অনুমোদন পেয়েছে বাংলাদেশি আম। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি তাজা আম চীনে রপ্তানির অনুমোদন পেয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই বেইজিংয়ে দুই দেশের নেতাদের সামনে চীন এবং বাংলাদেশ ‘প্রোটোকল অফ ফাইটোস্যানিটারি রিক্রুয়্যারমেন্ট ফর এক্সপোর্টিং অব ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম বাংলাদেশ টু চায়না’ সই করে। চীনের বাজারে তাজা আম রপ্তানি শুরু হলে বাংলাদেশের রপ্তানিতে বৈচিত্র্য আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
চীনের বাজারে দীর্ঘদিন ধরেই আম রপ্তানির চেষ্টা করে আসছে বাংলাদেশ। গত ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, বাংলাদেশ থেকে পাট, চামড়া ও আমসহ বেশ কয়েকটি পণ্য আমদানিতে চীন আগ্রহ দেখিয়েছে।
হাছান মাহমুদ বলেন, চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। চীন থেকে আমরা বেশি আমদানি করি, কম রপ্তানি করি। আমাদের রপ্তানি বৃদ্ধির আলোচনায় চীন বাংলাদেশ থেকে পাট, চামড়া, মাংস, সি-ফুড, মাছ এবং আম আমদানিতে আগ্রহ ব্যক্ত করেছে। জুলাই বা আগস্ট মাসে আমরা আম রপ্তানি শুরু করতে পারি। চীন একটি বড় বাজার। সেখানে আমাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে আলোচনা করেছি।