ঢাকাThursday , 7 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা ভাঙ্গা হচ্ছে-সৈয়দা রিজওয়ানা হাসান

Link Copied!

বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনায়লয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা গুলো ভাঙ্গা হচ্ছে। নতুন করে ইটভাটার কোন ছাড়পত্র দেওয়া হচ্ছে না।কোথাও অবৈধভাবে ইটভাটা স্থাপন করলে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর ভাঙ্গন থেকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কুমুদিনী হাসপাতাল,ভারতেশ্বরী হোমস ও ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষা শীর্ষক প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে তিনি এসব মন্তব্য করেছেন। সে সময় তিনি আরও বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশ থেকে পলিথিন বন্ধ এবং অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। নতুন করে কোন ইট ভাটার লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া হচ্ছে না। যে কোন মুল্যে এগুলো বন্ধ করে দেওয়া হবে।
তিনি সন্ধ্যায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পৌছালে একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক মিস প্রতিভা মুৎসুদ্দী তাকে স্বাগত জানান।এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান,কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়,জিএম অনিমেষ ভৌমিক,কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা.এম এ হালিম প্রমূখ।

Design & Developed by: BD IT HOST