ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে চট্টগ্রাম
কামরুল ইসলাম
চট্টলা নগরীর ‘ বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার নিমার্ণাধীন নিরাপত্তা বিহীন আট তলা ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— সাকিন, ইসরাফিল এবং রিপন। নিহত তিন শ্রমিকের বয়স আনুমানিক ২০ বছরের মতো।
বাকলিয়া থানার এসআই আব্দুল আল ইমরান গণমাধ্যম কে বলেন, ‘নিমার্ণাধীন একটি ভবনের আটতলার ছাদে কাজ করার সময় তিন শ্রমিক পড়ে নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।