ঢাকাThursday , 29 August 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিভিল সার্জন: অচিরেই শুরু হবে এইচপিভি টিকা ক্যাম্পেইন

Link Copied!

জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিভিল সার্জন: অচিরেই শুরু হবে এইচপিভি টিকা ক্যাম্পেইন
মোঃ আল আমীন
জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের সিভিল সার্জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর অন্তঃবিভাগ, প্রসূতি কক্ষ ও স্টোর পরিদর্শন করেন । এ সময় তিনি  স্বাস্থ্যসেবার উন্নয়নে যা প্রয়োজন প্রদান করা সহ গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন বলেন, চিকিৎসা সেবার মান বাড়িয়ে আরও বেশি রোগীর চিকিৎসা সেবা দিতে হবে, কোন রোগী যেন অবহেলিত না হয়, পর্যাপ্ত পরিমাণে ঔষধ রাখতে হবে, কেউ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সিলেট বিভাগে শীঘ্রই শুরু হতে যাচ্ছে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের উদ্দেশ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন (এইচপিভি টিকা) ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে বিদ্যালয়গামী পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং বিদ্যালয় বহির্ভূত ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে। জরায়ু মুখ ক্যান্সার বাংলাদেশের মহিলাদের ক্যান্সারজনিত মৃত্যুর ২য় সর্বোচ্চ কারণ। কিন্তু এই টিকার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধযোগ্য। এই উদ্দেশ্যে এই ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ব্যপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য অফিসার শারমিন ডা. আরা আশা বলেন, জগন্নাথপুর উপজেলায় অচিরেই শুরু হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন (এইচপিভি টিকা) ক্যাম্পেইন। এই  টিকা নেওয়ার জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার থাকা জরূরী। তাই প্রত্যেক এলাকার  বিদ্যালয়গামী পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং বিদ্যালয় বহির্ভূত ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীদের অনলাইন জন্ম নিবন্ধন করতে হবে । যাদের জন্ম নিবন্ধন অনলাইন করা নাই তারা যেন দ্রুত অনলাইন করেন। এই সেবা সম্পর্কিত ট্রেনিং শেষ হলেই দাপে দাপে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন (এইচপিভি টিকা) ক্যাম্পেইন শুরু হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST