জগন্নাথপুরে দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে শহীদদের স্মরণে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা
মোঃ আল আমীন, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
স্বাধীনতা’২৪ উদযাপন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের স্মরণে জগন্নাথপুর উপজেলার দিগন্ত সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ৩০ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে জগন্নাথপুর পৌর পয়েন্টে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো, কবীর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বেলালের পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশের প্রখ্যাত ইসলামি সঙ্গীত শিল্পী মশিউর রহমান, দিশারী শিল্পী গোষ্ঠী সিলেট, রংধনু শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ, আমার সুনামগঞ্জ থিয়েটার ও অনুপম শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর ইসলামি সঙ্গীত পরিবেশন করেন।
আমার সুনামগঞ্জ থিয়েটারের শিল্পীরা সমসাময়ীক বিভিন্ন বিষয় ভিত্তিক নাটক মঞ্চস্থ করেন।ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট জজ কোর্টের আইনজীবি এডভোকেট ইয়াসিন খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, জামায়াত নেতা মাওলানা উবায়দুল হক শাহীন, মাষ্টার আব্দুল তাহিদ, আব্দুল কাইয়ুম, আ হ ম ওয়ালি উল্ল্যা, জুলফিকার আহমদ মনি, রেজাউল করিম রিপন, জালাল আহমদ, রিয়াজ উদ্দিন রাজু, শাহ আলম, আব্দুল ওয়াদুদ, মুছলেহ উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সেচ্ছাসেবীদের দায়িত্ব পালন করেন জালাল আহমেদ, আলী আহমদ, আশরাফ হোসেন এনাম, তৈয়বুর রহমান, রুহল আমীন, আব্দুল আলীম, ফাহিম আহমদ, কয়েছ মামুন, শিবলী সাদিক, মাহবুবুর রহমান, ইসলামি ছাত্র শিবিরের সুজন আহমদ,ফাহিম আহমদ, শাহীনুর, তায়্যিব, নাঈম আহমদ, হাসান আহমদ, নজরুল ইসলাম, এনাম আহমদ, হাবীব মিয়া, সোহরাব আহমদ, রাখাব আহমেদ শিশির, আবু তাহের ও জাকির হোসেন। অনুষ্ঠিত ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, আলেম-উলামা, ছাত্র সমাজ সহ সহস্রাধিক স্রোতা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।