ঢাকাSunday , 16 June 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি প্রয়াত শংকর রায় স্মরণে শোকসভা

Link Copied!

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি প্রয়াত শংকর রায় স্মরণে শোকসভা

জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি প্রয়াত সাংবাদিক শংকর রায় স্মরণে শোকসভায় বক্তারা বলেছেন, শংকর রায় ছিলেন সততার মূর্ত প্রতিক, ছিলেন সত্যাশ্রয়ী এবং বস্তুনিষ্ঠতায় অনন্য। মৃত্যু তাঁকে বিচ্ছিন্ন করতে পারবেনা, তিনি তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন। জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রয়াত জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি বর্ষিয়ান সাংবাদিক শংকর রায় স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন- সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শোকসভার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সার্কেল এসপি শুভাশিস ধর, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

বক্তারা বলেন, শংকর রায় ছিলেন অনেক গুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সর্বদা খবরের পেছনে ছুঁটতেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর বিচরণ ছিল। এগুলোর বাইরেও বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন। জগন্নাথপুরের সাংবাদিকদের জন্য ছিলেন বটবৃক্ষের মতো। শারীরিকভাবে বিদায় নিলে ও আদর্শগতভাবে শংকর রায় বেঁচে থাকবেন।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলাওর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আনা, জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল হাই, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর হাসপাতালের আরএমও ডাঃ শাহীনুর ইালাম, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য রুপক কান্তি দেব, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, প্রয়াত সাংবাদিক শংকর রায়ের ছেলে শাওন রায়।

উপস্থিত ছিলেন- সাংবাদিক আলী আহমদ,গোবিন্দ দেব, আমিনুল হক সিপন, হুমায়ুন কবীর ফরীদি, , হুমায়ুন আহমেদ, আজিজুর রহমান আজিজ, রেজুওয়ান কোরেশী, আমিনুর রহমান জিলু, কামরুল ইসলাম মাহি, জুয়েল আহমদ, শাহ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান,জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন দে, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সুজিত রায়, মাসুম আহমেদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল ইসলাম, সাবেক কাউন্সিলর দিলাওর হোসেন, মুজিবুর রহমান, স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, প্রয়াত শংকর রায়ের ভাই শশাংক রায়, সজল রায় ও ছেলে সুমিত রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST