জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের প্রতি
-
- অনলাইন ডেস্ক
ক্ষমতা চিরস্থায়ী করার মানসে ২০১২ সালে সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিনাভোটের পাতানো নির্বাচনে ক্ষমতায় থাকে আওয়ামী লীগ সরকার। মূলত দলীয় ক্যাডার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভারতের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে গুম, খুন, অত্যাচার, নিপীড়ন, দুর্নীতি, লুটতরাজ এবং অর্থপাচারের মাধ্যমে স্বৈরশাসন কায়েম করেন শেখ হাসিনা। ছাত্র-জনতা এ স্বৈরশাসককে পনের বছর সহ্য করেছেন। আর কত? কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনের তোড়ে ১৫ বছর ধরে গড়ে ওঠা স্বৈরশাসকের মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। জাতি পেল দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ, রক্ষা পেল দেশের সার্বভৌমত্ব।
গণ-অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। দ্রুত দেশে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অরাজকতা দূর করতে হবে। পতিত স্বৈরাচারী সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এ প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।
দেশের উন্নয়নে একটি মজবুত পররাষ্ট্রনীতি প্রয়োজন। পররাষ্ট্রনীতি থাকবে, সব দেশের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়; বন্ধু থাকবে, প্রভু নয়। ভারতের সাথে অনেক চুক্তি হয়েছে। এসব চুক্তি রিভিউ করা দরকার। যৌথ পানি সোর্সে একচেটিয়া বাঁধ দিয়ে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করে মরুভূমি বানিয়ে ফেলেছে ভারত। আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিয়ে পানি সমস্যার সমাধান করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক যেন লুটপাটকারী ব্যাংক ও ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোর মালিকদের ক্লাবে পরিণত হয়েছিল। ব্যাংক কোম্পানি আইনের আমূল পরিবর্তন করে ওই ক্লাব ভেঙে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে দুর্নীতিবাজদের বিতাড়িত করার মাধ্যমে পুরো ফাইনান্সিয়াল সেক্টরের দুর্নীতি সমূলে নির্মূল করতে হবে। অর্থনীতির সব সূচকে বাংলাদেশ বিশ্ব র্যাংকিংয়ে তলানিতে পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ে বাংলাদেশের অবস্থান স্মরণকালের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। আশার কথা, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন সফল গভর্নর, বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। সুতরাং তার নেতৃত্বে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে সবাই আশাবাদী।
২০২১ সালের ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে কমে ২০২৪ সালে ১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রেমিট্যান্স যোদ্ধারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান। লুটেরারা দেশ থেকে ডলার পাচার করে। বিদেশে শ্রমিক পাঠানোর বিষয়টি দুর্নীতিমুক্ত করে সহজ এবং সস্তা করে শ্রমিকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে পাঠালে অনেক বেশি রেমিট্যান্স আসবে। প্রয়োজনে বিদেশ পাঠাতে সহজ শর্তে ব্যাংক লোনের ব্যবস্থা করা যেতে পারে। কর্মসংস্থান এজেন্সিগুলোকে মনিটরিং করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। বিলাসী পণ্য আমদানি বন্ধ অব্যাহত রাখতে হবে। খেয়াল রাখতে হবে, শিল্পকারখানার যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানি যেন বন্ধ না হয়। রফতানি শিল্প আমাদের প্রাণ। শিল্পের রফতানি ক্ষেত্রে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা পাচার হয়। এসব এখনি বন্ধ করতে হবে। এখানের দোষী সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে বৈধ এবং অবৈধভাবে প্রায় ২৬ লাখ বিদেশী নাগরিক কাজ করেন। অথচ দেশের লাখো তরুণ এবং যুবক বেকার। অবিলম্বে এসব বিদেশী নাগরিককে ফেরত পাঠাতে হবে। অবৈধভাবে অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনতে হবে।
দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বেশ আগে। উন্নয়নের নামে এ ঋণের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছেন আমলা, পুলিশ এবং রাজনৈতিক নেতারা। এ অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে। অনেক বিদেশী ঋণ চড়া সুদে এবং কঠিন শর্তে নেয়া হয়েছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত মেগা প্রজেক্ট বন্ধ রাখা প্রয়োজন।
মূল্যস্ফীতির জাঁতাকলে পৃষ্ঠ মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত শ্রেণী। গত পনের বছরে দ্রব্যমূল্য প্রায় আড়াইশ গুণ বেড়েছে। দেশের উৎপাদিত কৃষি পণ্যের দাম সার, কীটনাশক, বীজ এবং সেচ খরচ বেড়ে যাওয়ায় কিছুটা বেড়েছে। দাম বেশি বেড়ে যাওয়ার আরো একটি অন্যতম কারণ পথে পথে পণ্যপরিবহনে চাঁদাবাজি। দুর্নীতিবাজ সরকারের ছত্রছায়ায় অনেক শক্তিশালী ব্যবসায়ীদের সিন্ডিকেট দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় দায়ী। এখনই সময় ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়ার।
দুর্নীতিতে ছেয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অধিদফতর এবং মন্ত্রণালয়। এ দেশে তৈরি করা ইসলামবিদ্বেষী শিক্ষা কারিকুলাম নতুন করে প্রণয়ন করতে হবে। স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের জন্য একটি সঠিক শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব হয়নি। এখনই সময় একটি বাস্তবধর্মী শিক্ষাকার্যক্রম তৈরির। মানহীন উচ্চশিক্ষা, যা দেশের কর্মসংস্থানে ভূমিকা রাখে না; এমন শিক্ষার চেয়ে ভোকেশনাল ট্রেনিং প্রতিষ্ঠান করে প্রশিক্ষিত জনগণকে বিদেশ পাঠাতে হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শতাধিক সরকারি বিশ্ববিদ্যালয় এবং তার চেয়েও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকার প্রয়োজন আছে কি না ভেবে দেখতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেয়া হয়েছে। যাদের উদ্দেশ্যই শিক্ষা নিয়ে বাণিজ্য। প্রশ্ন আউট, নকল এবং নৈর্ব্যক্তিক পরীক্ষার মাধ্যমে লাখ লাখ জিপিএ ৫ দেশের শিক্ষাব্যবস্থাকে মানহীন করেছে। তাই প্রকৃত শিক্ষা ফিরিয়ে আনতে হবে।
বিচারব্যবস্থা এমনভাবে দলীয়করণ করা হয়, সরকার এবং সরকারি দলের লোকদের মনের মতো রায় যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়। যার কারণে উচ্চ আদালতের বিচারপতিরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দৃষ্টতা দেখান। বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করে ঢেলে সাজাতে হবে। দলীয় এবং দুর্নীতিবাজ বিচারকদের বিচারের আওতায় আনতে হবে। দলীয় পরিচয়ে বিচারক নিয়োগ বন্ধ করতে হবে। নিয়োগে মেধা এবং সততা হবে অন্যতম যোগ্যতা।
সংবাদমাধ্যমকে দেশের চতুর্থ স্তম্ভ। দেশে অসংখ্য টেলিভিশন, খবরের কাগজ এবং অনলাইন পত্রিকা রয়েছে, যা বলতে গেলে বিতাড়িত স্বৈরশাসকের দলীয় ভ্যানগার্ড। পাশাপাশি ভিন্নমতের পত্রিকা-টিভি চ্যানেল অন্যায্যভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সে জন্য একটি স্বচ্ছ মিডিয়া নীতিমালা প্রণয়ন করা দরকার; যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রণয়নের মাধ্যমে দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখায় ভূমিকা রাখতে পারে।
উপরে বর্ণিত সব অব্যবস্থা মূলত গণতন্ত্রহীনতার জন্য। বিগত ১৫ বছরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে পারেননি। ফলে মানুষ যেমন মৌলিক অধিকার হারিয়ে হতাশ হয়ে পড়েন, তেমনি ক্ষমতাসীন সরকারের স্বেচ্ছাচারী মনোভাবী হয়ে উঠেছিল লাগামহীন। পরিবেশ এমন বিষিয়ে যায় যে, মেধাবীরা দেশ ছাড়ছেন।
স্থায়ীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় চাই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। অধিকন্তু সংবিধানে যত রকম কূটকৌশল স্বৈরশাসক ঢুকিয়েছে তা বাতিল করে, স্থায়ীভাবে আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দুবারের বেশি কেউ সরকার প্রধান হতে না পারার আইন সংবিধানে রাখা যেতে পারে। রাজনীতিতে ব্যবসায়ীদের আধিপত্য কমানোর উপায় বের করা যেতে পারে। নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা নতুন করে নির্ধারণ করা দরকার; যেন যোগ্যলোক রাষ্ট্রের অন্যতম স্তম্ভ আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান হওয়ায় নোবেলজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের চেয়ে ভালো বিকল্প হতে পারে না। বিশ্বের হাতেগোনা কয়েকজন ব্যক্তিত্বদের মধ্যে তিনি একজন। বিশ্বব্যাপী রয়েছে খ্যাতি। আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের সাথে তার রয়েছে চমৎকার সম্পর্ক। তার সাথে রয়েছে অনেক স্বনামধন্য, অভিজ্ঞ, রাজনীতি নিরপেক্ষ উপদেষ্টামণ্ডলী। সব মিলিয়ে কার্যকর একটি টিম।
পরিশেষে কোনো রকম স্বার্থ, প্রতিহিংসা এবং ক্ষমতার বশবর্তী না হয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে। পলিসি তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা তার থ্রি-জিরো তত্ত্ব যেমন দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার তত্ত্ব সারা বিশ্বে কাজে লাগিয়েছেন। তেমনি বাংলাদেশে টেকসই উন্নয়নে এ তত্ত্ব প্রয়োগের মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারকে এগিয়ে নিবেন বলে সাধারণের প্রত্যাশা।