ঢাকাWednesday , 27 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জনতার এম,পি জনাব মোস্তাফিজুর রহমান এর পথসভা

Link Copied!

জনতার এম,পি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেভাবে সবার খোঁজ খবর নিচ্ছেন তাতে এ রকম নেতৃত্ব অনস্বীকার্য। ৪৬,নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা,সাপাহার) এর জনগনের অন্তরে একটিই নেতৃত্বের নাম জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
ফ্যাসিবাদী হাসিনা সরকার কর্তৃক যে পাতানো নির্বাচন হয়েছিল সে নির্বাচনেও জনাব মোঃ মোস্তাফিজুর রহমান অনেক ভোটে এগিয়ে ছিলেন কিন্তু পরে ঘোষনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষে।জনতার এম,পি বলেন আপনারা আমাকে নির্বাচিত করেন আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সেবায় ইনশাল্লাহ।
তিনি পথসভায় জনগনকে আরও বলেন যে কোন কাজের জন্য কারও কাছে বলে আমার কাছে আসতে হবেনা।আপনারা সরাসরি আমার কাছে সমস্যার কথা বলবেন।কারন আপনারাই আমাকে নির্বাচিত করবেন।আপনাদের কথাই যদি না শুনি তাহলে আল্লাহর দরবারে এ বিষয়ে পার হতে পারবনা।আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালাকে ভয় করি।
জনতার এম,পি এমন এক ব্যক্তি যিনি আশেপাশের কয়েকটি উপজেলায় যতগুলো তাফসির মাহফিল হয় তিনি চেষ্টা করেন উপস্থিত হওয়ার জন্য।তিনি একজন দানকারী ব্যক্তি।তিনি একসময় চেয়ারম্যান ছিলেন এবং সফলতার সাথে জনগনের পাশে থেকে কাজ করেছেন।তেমনি ভাবেই নিয়ামতপুর, পোরশা,সাপাহারের মানুষের সাথে থাকবেন বলে আশ্বস্থ করেছেন।জনতার এম,পি খুব ভালো মানুষ।প্রিয় নিয়ামতপুর, পোরশা,সাপাহারের জনগন একটু সহযোগিতা ও দোয়া করবেন।

Design & Developed by: BD IT HOST