জনবান্ধব ভূমি অফিস গড়তে কাজ করে যাচ্ছেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি
কামরুল ইসলাম
সাতকানিয়ার সকল জনসাধারণ কে সালাম জানিয়ে সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে প্রায় দুই মাসের প্রচেষ্টার ফল হিসেবে এই বসন্তেই, আগামীকাল ১৫ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ থেকে সেবাপ্রত্যাশী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে ‘সেবাকানন’।
তিনি বলেন সম্মানিত সেবাপ্রত্যাশীগণ আমাদের অতিথিসম। তাই উপজেলা ভূমি অফিস, সাতকানিয়ায় আগত সেবাপ্রত্যাশী অতিথিদের সেবা গ্রহণের সময়কে আনন্দঘন করতে অনেক যত্নে আর ভালোবাসায় আমরা গড়ে তুলেছি বিশেষায়িত গোলাপ বাগান- ‘সেবাকানন’।
সেবাপ্রত্যাশীদের মূল্যবান সময়কে উপভোগ্য করতে প্রায় পাঁচশো গোলাপ গাছের বিস্তীর্ণ এ বিশেষায়িত অঙ্গণ যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। বাহারি গোলাপের মন মাতানো সৌরভে আমরা আমাদের সেবাপ্রত্যাশী অতিথিদের স্বাগত জানাতে চাই, ফুলেল শুভেচ্ছায়।
আমরা জানি না, সরকারি অফিসে এককভাবে এটিই দেশের প্রথম বিশেষায়িত গোলাপ বাগান কিনা; তবে চট্টগ্রাম জেলাতে এটি প্রথম এবং বৃহৎ। সত্যিকার অর্থেই আমরা একটি জনবান্ধব ভূমি অফিস গড়তে কাজ করে যাচ্ছি।
আপনাদেরসহ সকল সেবাপ্রত্যাশীদের আমরা আমন্ত্রণ জানাতে চাই, জড়তা কাটিয়ে উৎফুল্ল চিত্তে আমাদের অফিসে নিজের সেবা, নিজে নিতে আসুন। হয়রানিমুক্ত সেবা নিন আর উপভোগ করুন গোলাপের অপরূপ সৌন্দর্য।
গোলাপের সাথেই কাটুক আপনাদের সময়…..