জনসাধারণের মাঝে স্বাস্থ্য বিষয়ক সেবা দিলেন আলাে কৃষি উন্নয়ন ফাউন্ডেশন
শরীফ মিয়া জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর ইসলামপুর আলাে কৃষি উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ১৩/০৫/২৩ইং রোজ শনিবার সকাল ১০ টা সময় ইসলামপুর পৌরসভা ৬ নং ওয়ার্ড গাওকুড়া গ্রামে জনস্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সেবা দিলেন,
রক্তচাপ ডায়াবেটিস,ওজন মাপা,জ্বর নির্ণয় উচ্চতা নির্ণয়,করে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল রাজু রহমান ম্যানেজার বিথী আক্তার অডিট অফিসার মাসুদ রানা,ফিন্ড অফিসার মমতা আক্তার সলভিয়া,,রেনি আক্তার,মোঃ ফরিদ প্রমুখ