ঢাকাMonday , 20 November 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আনন্দ মিছিল
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. আর্থিক সহোযোগিতা
  12. আলোচনা সভা
  13. আহত
  14. ইফতার মাহফিল
  15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর

জমি সংক্রান্তের বিষয় নিয়ে পাইকগাছর গদাইপুর নিরঞ্জন চৌধুরীর বাড়িতে আগুন

Link Copied!

জমি সংক্রান্তের বিষয় নিয়ে পাইকগাছর গদাইপুর নিরঞ্জন চৌধুরীর বাড়িতে আগুন

ভ্রাম্যমাণ প্রতিনিধি সাতক্ষীরা।

জমি সংক্রান্ত বিরোধে পাইকগাছার গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জন চৌধুরীর বাড়ীতে আগুন লাগিয়েছে প্রতিপক্ষ সহিল উদ্দীন গাজীসহ আরও ১৫/২০ জন। ঘটনাটি ঘটেছে, ১৯ নভেম্বর রবিবার ভোর ৫ টায় বিশ্বরঞ্জনের বাড়িতে আগুন ধরিয়ে দিলে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী (৬০) চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে দেয়। জানা গেছে, বিশ্বরঞ্জন ও মনোরঞ্জন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছে। অন্যদিকে সহিল উদ্দীন গাজী মনোরঞ্জনের পক্ষ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিশ্বরঞ্জনকে বাড়ী দখলের হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী জানান, জমি নিয়ে মামলা চলছে। আদালতের যে রায় হবে সেটা আমরা মেনে নেবো। ৩/৪ দিন আগে সহিল উদ্দীন আমার বাড়িতে এসে ঘরবাড়ি ছেলে চলে যেতে বলে। না গেলে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ এসে উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলে যান। কিন্তু সহিল উদ্দীনের পূর্ব ঘোষনামত সহিল উদ্দীনসহ ১৫/২০ জন লোক নিয়ে রবিবার ভোর রাতে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন নিভাতে গেলে সে আমাদেরকে মারধর করে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ পৌছালে তারা গা ঢাকা দেয়। পুলিশ চলে গেলে তারা পুনরায় আমার বাড়ীর চারিপাশে তার ও বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এ ঘটনায় বিশ্বরঞ্জন চৌধুরীর স্ত্রী স্বরসতী চৌধুরী পাইকগাছা থানায় সহিল উদ্দীন গাজী, কপিল উদ্দীন গাজী, নজরুল গাজী, মঞ্জুর গাজী, জাকির শেখ, মনোরঞ্জন চৌধুরীসহ ১৫/২০ নামে একটি লিখিত অভিযোগ করেছেন। বসত ঘরে আগুন দেওয়ায় বিশ্বরঞ্জনের অসহায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।