জয়পুরহাটের কালাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭ জুলাই, সোমবার সকাল ১১ টায় ইউএনও জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলামের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাটিতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কমিটির উপদেষ্টা, কালাই এর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনফুজুর রহমান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার ওসি মোঃ ওয়াসিম আল বারী, বীর মুক্তিযোদ্ধা শ্রী মণীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলী আকবর মন্ডল, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ লুৎফর রহমান এবং প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর প্রমুখ।