ঢাকাWednesday , 19 July 2023
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের কালাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Link Copied!

জয়পুরহাটের কালাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম

জয়পুরহাট জেলাধীন কালাইয়ের উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৮ জুলাই, মঙ্গলবার সকাল ১০টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দল দুটি হলো উদয়পুর ইউনিয়নের সোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভার্সেস জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা পরিচালনায় ছিলেন কালাই দোকানদার পাড়ার মহিবুল ইসলাম তালুকদার। উদ্বোধনীর পর অত্র ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ইউএনও জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় ফুটবল টুর্ণামেন্টের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ মোকলেছুর রহমান। এছাড়াও অতিথিদের মধ্যে বক্তব্য দেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম বকুল, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাকছাদুল হক তালুকদার জনি। উক্ত সময় উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তা—কর্মচারী, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Design & Developed by: BD IT HOST