ঢাকাMonday , 20 November 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আনন্দ মিছিল
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. আর্থিক সহোযোগিতা
  12. আলোচনা সভা
  13. আহত
  14. ইফতার মাহফিল
  15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের কালাই থেকে ক্ষেতলালে যেতে যানবাহনের ভোগান্তিতে পড়েন দুই উপজেলার মানুষজন

Link Copied!

জয়পুরহাটের কালাই থেকে ক্ষেতলালে যেতে যানবাহনের ভোগান্তিতে পড়েন দুই উপজেলার মানুষজন

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাট জেলার কালাই উপজেলা থেকে ক্ষেতলাল উপজেলায় যাওয়া এবং ক্ষেতলাল থেকে কালাই আসতে ভোগান্তিতে পড়তে হয় মানুষদের। সহজে পাওয়াই যায় না গাড়ি। বিশেষ করে এই সমস্যা বেশি দেখা দেয় ভোরবেলা থেকে সকাল পর্যন্ত। যদিও বা যানবাহন থাকে, তা সংখ্যায় অতি নগন্য। আবার যাত্রীর সংখ্যা কম থাকলে, চালকরা ছাড়তে চান না তাদের যানবাহন। এইটা শুধু এখনকার সমস্যা নয়। অনেক আগে থেকেই চলছে এই সমস্যা। এতে মানুষের প্রতিদিন প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা নষ্ট হয়। যাদের অধিক টাকা আছে, তারা সময় রক্ষার্থে অনেক ক্ষেত্রেই দ্বিগুণ ভাড়া দিয়ে হলেও গন্তব্যস্থলে পৌঁছায়। কিন্তু যাদের আয় সীমিত বা যারা শিক্ষার্থী, তারা এই অধিক টাকা না দিতে পারায়, তাদেরকে অপেক্ষা করতে হয় যখন তাদের ওঠা যানবাহনটি পূর্ণ হবে, তখন চালক তার যানবাহন ছাড়বে এবং তবেই তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাবে। এখন মানুষজনের একটাই প্রশ্ন, এই সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় আছে কি?

ইজিবাইক, অটোভ্যান এবং সিএনজি ইত্যাদি যানবাহনের কর্তৃপক্ষের জনস্বার্থে এ ব্যাপারে এগিয়ে আসা উচিত বলে ভুক্তভোগীমহল আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।