জয়পুরহাটের কালাই থেকে ক্ষেতলালে যেতে যানবাহনের ভোগান্তিতে পড়েন দুই উপজেলার মানুষজন
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার কালাই উপজেলা থেকে ক্ষেতলাল উপজেলায় যাওয়া এবং ক্ষেতলাল থেকে কালাই আসতে ভোগান্তিতে পড়তে হয় মানুষদের। সহজে পাওয়াই যায় না গাড়ি। বিশেষ করে এই সমস্যা বেশি দেখা দেয় ভোরবেলা থেকে সকাল পর্যন্ত। যদিও বা যানবাহন থাকে, তা সংখ্যায় অতি নগন্য। আবার যাত্রীর সংখ্যা কম থাকলে, চালকরা ছাড়তে চান না তাদের যানবাহন। এইটা শুধু এখনকার সমস্যা নয়। অনেক আগে থেকেই চলছে এই সমস্যা। এতে মানুষের প্রতিদিন প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা নষ্ট হয়। যাদের অধিক টাকা আছে, তারা সময় রক্ষার্থে অনেক ক্ষেত্রেই দ্বিগুণ ভাড়া দিয়ে হলেও গন্তব্যস্থলে পৌঁছায়। কিন্তু যাদের আয় সীমিত বা যারা শিক্ষার্থী, তারা এই অধিক টাকা না দিতে পারায়, তাদেরকে অপেক্ষা করতে হয় যখন তাদের ওঠা যানবাহনটি পূর্ণ হবে, তখন চালক তার যানবাহন ছাড়বে এবং তবেই তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাবে। এখন মানুষজনের একটাই প্রশ্ন, এই সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় আছে কি?
ইজিবাইক, অটোভ্যান এবং সিএনজি ইত্যাদি যানবাহনের কর্তৃপক্ষের জনস্বার্থে এ ব্যাপারে এগিয়ে আসা উচিত বলে ভুক্তভোগীমহল আশা করছেন।