জয়পুরহাটের ক্ষেতলালে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সহিদুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলাধীন ক্ষেতলাল উপজেলায় অবস্থিত সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের আয়োজনে ৩০ অক্টোবর, সোমবার দুপুর ১২ টায়, কলেজের আজির উদ্দিন হলরুমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হাকিম (সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান) এর সভাপতিত্বে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মোত্তাসসিম বিল্লাহর সঞ্চালনায় ও কলেজের মসজিদের ইমামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সহিদুল ইসলাম (সহকারী অধ্যাপক, পদার্থ) এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফুলের তোড়া দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান অত্র কলেজের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও নুসরাত জাহান বন্যা ও সংবর্ধনা প্রদান করেন কলেজের
শিক্ষক-কর্মচারীগণ এবং সংবর্ধনা প্রদান করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, বক্তব্য রাখেন অত্র কলেজের (বিদায়ী) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সহিদুল ইসলাম (সহকারী অধ্যাপক, পদার্থ), কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সামিউল হক সায়িম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হাবিবুল হাসান স্বপন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহমুদ আল রাজী, বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ.কে.এম. ফেরদৌস রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জিনাত রেহেনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছফিউল্লাহ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা, কলেজ প্রতিষ্ঠাতা আজিজুল বারী তালুকদার এর বড় পুত্র আব্দুর সবুর তালুকদার, সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মোঃ রাশেদুর রহমান, ভূগোল বিভাগের প্রভাষক মোঃ সাজ্জাদুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোবারক হোসেন, আইসিটি বিষয়ের প্রভাষক মোঃ মনোয়ার হোসেনসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং সুধীমহল। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজের মসজিদের ইমাম।