জয়পুরহাট কালাইয়ে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
এম এ মোতালেব প্রধান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ উদযাপন উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সকাল ১০টায় মানব বন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কালাই শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, পৌরসভার মেয়র রাবেয় সুলতানা,উপজেলা সহকারি কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস। এছাড়াও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রতনা রশীদ। অনুষ্ঠানে দুপ্রক সদস্যবৃন্দ, শিক্ষক ,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।