ঢাকাWednesday , 9 August 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আর্থিক সহোযোগিতা
  11. আলোচনা সভা
  12. আহত
  13. ইফতার মাহফিল
  14. কৃষি বার্তা
  15. খুন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট জেলা কালাই উপজেলা অগভীর নলকুপ ক্রয় করে বিপাকে পড়েছে- শেখ নুরুজ্জামান

Link Copied!

জয়পুরহাট জেলা কালাই উপজেলা অগভীর নলকুপ ক্রয় করে বিপাকে পড়েছে- শেখ নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলা কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মোঃ মনতেজার রহমান মন্ডল এর পুত্র শফিকুল ইসলাম(৫১) গত ৫ জুলাই /২৩ তারিখে প্রতিবেশী শেখ এরফান আলীর পুত্র শেখ নুরুজ্জামান সাহেবের কাছে শফিকুল ইসলামের নিজ নামীয় অগভীর নলকুপ এর আট আনা অংশ গ্রামের গুন্যমান্য ব্যাক্তিবর্গ ও ইউপি সদস্য আবু কালাম এর সাক্ষাতে বাজার মুল্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দরদামে শেখ নুরুজ্জামান এর নিকট বিক্রি করার জন্য— সিদ্ধান্ত হলে কুড়ি হাজার টাকা মৌখিক বায়নামা করেন বলে জিন্দারপুর ইউপি সদস্য আবু কালাম জানান। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জিন্দারপুর ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন গত ৬ জুলাই /২৩ আমার উপস্থিতিতে শেখ নুরুজ্জামান এর কাছ থেকে শফিকুল ইসলাম কে= বাকী ৩৩০০০০/ তিনলক্ষ ত্রিশ হাজার টাকা পরিশোধ করে অগভীর নলকুপ এর মুল কাগজপত্র দিয়ে জেলা জয়পুরহাট নোটারি পাবলিকের কার্যালয়ে সিরিয়াল নং— ৪৩০/২৩ ইং ০৬—০৮—২০২৩ তারিখে পল্লী বিদুৎ অফিসের কালাই সাব জোনাল সংযোগকৃত যা— হিসাব নং — ০২/৩৪৫/১৭০০, ০৫ হর্স বিশিষ্ট মোটর (০,৭৫ কিউসেক) করিমপুর মৌজায় অবস্থিত ১৭২/৪০৮ দাগের অগভীর নলকুপ লাইসেন্স নং— ৭৮০ বিক্রি করে মালিকানা হস্থান্তর করেন। শেখ নুরুজ্জামান আমাদের প্রতিনিধি কে বলেন— শফিকুল ইসলাম —রফিকুল মাস্টারের মাধ্যমে অগভীর নলকুপ আমার নামে অর্ধেক (আটআনা) বিক্রি করে এফিডেভিট করে দেওয়ার পর ও বলে বেড়াচ্ছে সে নাকি আমার কাছে নলকুপ বিক্রি করে নাই। শেখ নুরুজ্জামান টাকা দিয়ে অগভীর নলকুপ কিনে বিপাকে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন। শফিকুল ইসলামের সথে কথা বললে তিনি বলেন অামি শেখ নুরুজ্জামান কে এফিডেফিট করে দেইনি। তবে মৌখিক বায়নামা হয়েছিল, নুরুজ্জামান জালিয়াতির মাধ্যমে এফিডেফিট করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।