জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক
কামরুল ইসলাম
আমাদের সাথে রয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র কামরুল ইসলাম।
জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন খান, সহ-সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সাংবাদিক শামসুল আলম রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী।
আজ ৩ ফেব্রুয়ারি- ২০২৩ তারিখ বেলা ৩ টায় সংস্থার ৪২ বছর পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মহোদয়।
উপস্থিত থাকবেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন। মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ সভাপতি আলমগীর গনী, ইলিয়াস আহমেদ, খায়রুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।
স্থানঃ রাজ প্রাসাদ কমিউনিটি সেন্টার।
চৌমুহনী, আগ্রাবাদ, চট্টগ্রাম।
সময় : বেলা ৩টা।