ঢাকাSaturday , 4 February 2023
  1. ! Без рубрики
  2. $255 payday loans
  3. 1 hour payday loans
  4. 1000.00 payday loans
  5. 12 months installment loans
  6. 1500 payday loan
  7. 1st payday loan
  8. 1st payday loans
  9. 24 hr payday loans
  10. 30 day pay day loans
  11. 420 Dating in de VS
  12. 420 Dating visitors
  13. 420-dating-de visitors
  14. 500 payday loans online
  15. 60 minute payday loans

জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর পূর্তি অনুষ্ঠানে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম

Link Copied!

জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর পূর্তি অনুষ্ঠানে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম

কামরুল ইসলাম চট্টগ্রাম

জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর পূর্তি অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম :

সাংবাদিকদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

স্বাধীন বাংলাদেশের ঠিক অল্প কিছুদিন পর ১৯৮২ সালের এই দিনে ঢাকায় কিছু প্রবীণ সাংবাদিকদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। সাংবাদিক ও সাংবাদিকতায় অনন্য অবদান রাখা সরকারী নিবন্ধিত সংবাদকর্মীদের এই সংগঠনটির আজ গৌরবের ৪১ বছর পূর্ণ হতে যাচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর উদযাপন করেছে সংগঠনটি। একইভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও বিভাগীয় কমিটি গতকাল বিকাল ৫ টায় নগরির আগ্রাবাদস্থ রাজ প্রাসাদ কমিউনিটি সেন্টারে কেক কাটা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবীণ এই সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলমগীর গনী, ইলিয়াস আহমেদ, মো.খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম ।
এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিকরা দেশের নিরব পাহারাদার। তারা দেশ, সরকার, জনপ্রতিনিধি তথা নীতিনির্ধারকদের সহযোগী। তাঁরা জনপ্রতিনিধিদের ছায়া স্বরুপ। সংবাদকর্মী প্রতিনিধিদের পাশে থাকে সব সময়। একজন সংবাদকর্মী নীতিনির্ধারকদের সহজ পথটি দেখিয়ে দিতে সাহায্য করে। সাংবাদিক রাজনীতিবীদের বিপরীত কর্মকান্ডের যেমন গঠনমূলক সমালোচনা করে তাঁকে সাহায্য করেন। তেমনি প্রতিনিধির দেশ ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য আরো উৎসাহিত করতে চালিয়ে যান পৃষ্ঠা ভরপুর তাঁর লেখনি। সাংবাদিক কারো বন্ধু নয়। আবার কারো শত্রুতা করাও সংবাদকর্মীর কাজ নয়। সাংবাদিক তাঁর দু’চোখ ও তথ্য উপাত্তের মাধ্যমেই তাঁর কলম চর্চা করেন। একজন কলম সৈনিক তাঁর কলমের সাথে কখনো আপোষ করে না। একজন লেখক জনপ্রতিনিধির পিছনে তাঁর ভাল-মন্দের নির্বাচক। এক কথায় বলা যায় একটি সংবাদ পত্র ও একজন গণমাধ্যমকর্মীর গুরুত্ব অপরিসীম। তাই সাংবাদিককে হতে হবে দায়িত্বশী। প্রচার করতে হবে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ।
এতে আরো উপস্থিত ছিলেন, মাসুদ আলম সাগর, নুরুল আলম, কে এম রুবেল, মনজুর আহমেদ সোহেল, বশির আহমেদ, মোবারক হোসেন ভূইয়া, শাকিল, বাবুল মিয়া বাবলা, আনোয়ারুল হক, , তুষার কান্তি বড়ুয়া, মো. সেলিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার ও দিলরুবা খানম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।