জাতীয় সাংবাদিক সংস্থা গঠনের নামে বিভ্রন্তি সৃষ্টির অপ-প্রয়াস চালাচ্ছে বহিষ্কৃত নূর ইসলাম
কামরুল ইসলাম
আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্যকরছি যে, জাতীয় সাংবাদিক সংস্থা থেকে বহিষ্কৃত নূর ইসলাম নামের জনৈক ব্যক্তি দেশের বিভিন্ন স্থানে সংস্থার কমিটি গঠনেরনামে সাংবাদিকদের মধ্যে বিভ্রন্তি সৃষ্টির অপ-প্রয়াস চালাচ্ছে । তার সাথে যুক্তহয়েছে আবুল বাসার মজুমদার নামের অপর এক ধান্ধাবাজ ।
উল্লেখ্য,নূর ইসলাম নামের এই ব্যক্তি ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির মহোৎসব চালাচ্ছে । এব্যাপারে ভোক্তা অধিকার সংক্রান্ত সরকারি প্রতিষ্ঠানের তরফথেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও সংস্লিষ্টসকলকে সচেতন ও সতর্ক করা হয়েছে ।
আমরা অত্যন্ত দৃরতারসাথে ঘোষণা করছি যে, ৪১ বছরের ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার সাথে নূর ইসলাম ও আবুল বাসার মজুমদার দের ন্যূনতম কোন সম্পর্ক নেই । কাজেই তাদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেননা বলেই আমরা মনেকরি। প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে আইনগ তব্যবস্থা গ্রহণ করবো ।
জাতীয় সাংবাদিক সংস্থা একটি সরকারী রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংস্থা । দেশের অন্যতম প্রবীণ ও সনামধন্য সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন এই সংস্থার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি । তিনিই এই সংস্থার রেজিষ্ট্রেশন নিয়েছেন । তিনিই বর্তমান কর্ণধার । কাজেই নূর ইসলাম ও আবুল বাসার মজুমদারের অধিকার নেই সংস্থার নাম ব্যবহার করার । দেশের সাংবাদিক ও বুদ্ধিজীবী মহলকে এইব্যপারে আমরা সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি এবং আইন প্রয়োগ কারী সংস্থা গুলোকে এই ধান্দাবাজদের মুখোশ উম্নোচন করারজন্য আহবান জানাচ্ছি ।
বিজ্ঞপ্তি টি ঝড়ের বেগে শেয়ার করে সর্ব মহলে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল ।