জেএসএস, ঢাকা মহানগর কমিটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কামরুল ইসলাম
জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) ঢাকা মহানগর কমিটির আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে মঙ্গলবার ।
উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর কমিটির সভাপতি শাহ – আলম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের ১নং সহ-সভাপতি মো. আলমগীর গনী।
এসময় ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদমিনারে ফুল দিয়ে ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা গেয়াপন করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. আহম্মেদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাব্বী মোল্লা, সদস্য মো. বেল্লাল হোসেনসহ মহানগর কমিটির নেতৃবৃন্দু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।