জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস
১৬ই ডিসেম্বর-২০২২ ইং
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- এম এ মোতালেব প্রধান।
আজ শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে তোপ ধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা হয়।
দিবসটি উপলক্ষে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভীর সালেহীন গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাকমীরা।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।