জয়পুরহাট ক্ষেতলাল উপজেলা বড়তারা ও তুলশিঙ্গা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ -এম এ মোতালেব প্রধান।
জয়পুরহাটের ক্ষেতলালে ২৬ ডিসেম্বর সোমবার বেশ কিছু নেতা কর্মীর মধ্য দিয়ে শেষ হলো উপজেলার দুটি ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এতে উপজেলা বিএনপির বড়তারা ইনিয়ন সভাপতি মোঃ আঃ হালিম মাস্টার ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহিদুলকে ঘষনা করা হয়েছে ও তুলশিগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেস কদর সাধারন সম্পাদক আঃ মুমিন মন্ডলকে নির্বাচিত করা হয়েছে৷
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। ১ম অধিবেশন শেষে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয় অধিবেশন বিকেলে সিলেকশনের মাধ্যমে ক্ষেতলাল উপজেলা দুটি ইউনিয়নে কমিটি ঘোষণা করেন।
ক্ষেতলাল উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে বেলা ২টার দিকে এই সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ক্ষেতালাল উপজেলা বিএনপি আহবায়ক খালেদুল মাসুদ আনজুমান৷
সম্মেলনে হালিম মাস্টারের সভাপতিত্বে জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ সামছুল হক । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপি যুগ্ন আহবায়ক গোলজার হোসেন৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক জেলা বিএনপি মাসুদ রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল ওহাব মোঃ ফজলুর রহমান মোঃ আবু বক্কর সিদ্দিক প্রভাষক আব্দুল আলীম মোঃ নাফিউল হাদী মিঠু মোঃ খুরশীদ আলম চৌধরী প্রমূখ।