ঝিনাইগাতীর বিলাসপুর দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি এমডি হাবিল উদ্দিন।।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বিলাসপুর দাখিল মাদ্রাসার দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
১১ জানুয়ারি বুধবার সকালে ইউনাইটেড ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মানের একাডেমিক ভবনটি ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন, ইউনাইটেড ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ.জে.এম ফজলুর রহমান, এনডিসি, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেন।
খুলনা পাওয়ার কোম্পানী লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও বিলাসপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলমামুন মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সেজুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।
এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।