টাঙ্গাইল সখিপুরে রোপা-আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক
মোঃ আঃ হামিদ মুকুল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল সখিপুরে রোপা-আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। সখিপুরের গজারিয়া ইউনিয়ন ইছাদিঘী গ্রামের মোঃ মোকছেদ আলী ৯০ বছর বয়সী একটি কৃষক রোপা-আমন ধান চাষে কোমর বেঁধে মাঠে নেমেছে। জমি তৈরি, চাষাবাদ আর জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের কৃষকরা।
এরই মধ্য শ্রাবণের একটানা কয়েকদিনের বৃষ্টি হওয়ায় কৃষকরা আমন ধানের আবাদ শুরু করেছেন। কখনও রোদ আবার কখনও বৃষ্টিকে অপেক্ষা করে উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। আমন চাষকে ঘিরে মাঠে মাঠে যেন এখন উৎসব শুরু হয়েছে। তবে বৃষ্টির অভাবে সখিপুরে কৃষকরা আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম হলেও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় আমনের চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছিলেন। কিন্তু, কয়েকদিনের টানা বৃষ্টিতে সে সমস্যা অনেকটা কেটে গেছে।
সরেজমিনে দেখা যায়, কৃষকরা তাদের জমিতে আমন ধানের চারা রোপণ নিয়ে সকাল-সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন।
কেউ জমির আইলে কোদাল দিয়ে কোপাচ্ছেন। কোথাও কোথাও মাঠ সমান করার জন্য শ্যালোইঞ্জিন চালিত পাওয়ার টিলার দিয়ে চলছে মইয়ের কাজ। কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়াও কৃষকরা নিজেরা মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে।
আবার কোথাও আমন ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কেউ আবার জৈব সার জমিতে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে তৈরি জমিতে বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে রাখছেন। রোদের গরমে কৃষকদের শরীর থেকে বইছে ঘাম, মাথায় বেঁধে রেখেছেন গামছা।
উপজেলার ইছাদিঘী গ্রামের সারজমিনে এক কৃষি উদ্যোক্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন যদি আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকে তাহলে, এ বছর ধানের ফলন ভালো হবে। উপজেলার কৃষি ফিল্ট অফিসার শামসুজ্জামান তিনি বলেন, আমরা প্রতিদিন কৃষকের কাছে গিয়ে ধান চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।