ঠাকুরগাঁওয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১জন ও ৩ জন আহত
মোঃ আব্দুল জব্বার রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলায় সালন্দর চৌধুরী হাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা খাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর চৌধুরী হাটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসাইন। নিহত মাসুদ রানা (৩৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ব দলিয়া গ্রামের বাসিন্দা। আহত মোঃ হাসেম আলী, মোহাম্মদ শালিন ও মোঃ ছালিন হোসেন একই গ্রামে থাকে। তারা পেশায় গরু ব্যবসায়ী। সারোয়ার হোসাইন বলেন, সিরাজগঞ্জ থেকে গরু কেনার উদ্দেশ্যে পঞ্চগড়ে ট্রাকযোগে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই একজন ব্যবসায়ী মারা গেছেন। বাকী তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।