ঠাকুরগাঁওয়ে যুবদলের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি টুকু ও নয়নের মুক্তির দাবিতে কর্মসূচীর অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারী বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনায় ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে সভায় ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূরের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: মামুন হাসান, সাবেক সহ সভাপতি ও রংপুর বিভাগীয় যুবদলের টিম প্রধান রুহল আমিন আকিল, বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মো: আবু রায়হান, সৈয়দপুর জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তারিক আজিজ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক মো: জাহিদ প্রমুখ। বক্তারা যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি যুব সম্রাট সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নুর ইসলাম নয়নের মুক্তির দাবিতে যুবদলের চলমান কর্মসূচী চলমান রয়েছে বলে জানান। এ সময় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ