ঢাকাMonday , 2 January 2023
 1. অপরাধ
 2. অভিনন্দন
 3. অর্থনীতি
 4. আইন ও বিচার
 5. আটক
 6. আত্মহত্যা
 7. আন্তর্জাতিক
 8. আর্থিক সহায়তা
 9. আলোচনা সভা
 10. আহত
 11. উদ্বোধন
 12. এক্সিডেন্ট
 13. ওয়াজ মাহফিল
 14. কৃষি বার্তা
 15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

ঠোঁটকাটা,তালুকাটা,পা -বাঁকা রোগী স্বাভাবিক চিকিৎসা দিচ্ছে শিশুর হাসি

Link Copied!

ঠোঁটকাটা,তালুকাটা,পা -বাঁকা রোগী স্বাভাবিক চিকিৎসা দিচ্ছে শিশুর হাসি

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

“সেবার মাঝে বিজয়ের আনন্দ”
এই শ্লোগানকে ধারণ করে জাতীয় সেবা সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থা চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে বিশেষ শিশু তথা ঠোঁটকাটা – তালুকাটা রোগীদের চিকিৎসা, ঔষধ, উপহার প্রদান, শীত বস্ত্র বিতরণ এবং সামাজিক সচেতনতা সহ নানা কার্যক্রম সম্পন্ন করেছে।
আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেনের অর্থায়নে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্মাইল ট্রেনের ব্যবস্থাপক শাফায়াত খান।
কর্মসূচিতে অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্হার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, লায়ন মজিবুর রহমান সাজ্জাদ, সাংবাদিক কবির শাহ দুলাল, মা ও শিশু হাসপাতালের ঔষধ বিভাগের কর্মকর্তা মোঃ ফয়সাল, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক জিয়া উদ্দীন পাটোয়ারী, শিশু সংগঠক ও ব্যাংকার আবু সাইদ মাসুম, সমাজ কর্মী কাজী আলো,লিও জিয়া আরিফ,সালাউদ্দিন রুবেল,শিশুর হাসির সেবা সংস্থার জেলা প্রধান এম এ ইলাহী আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোঃ ইলিয়াস, মুসাইদা ফাউন্ডেশন পরিচালক দিশারীয়ান এ কে রুবেল,জনি মাহমুদ, সীতাকুন্ড ফুলকুড়ির আলী আকবর, সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার কর্মসূচিতে অংশনেন চাইল্ড বিডি চট্টগ্রামের আকরাম,সানিম,আফজাল শরীফ রিফাত, তানভীর, নাহিদ, শিক্ষক জহির আল মনসুর, বিশিষ্ট সমাজকর্মী শাহেদুল সুমন,এন ইসলাম টুকু সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ।

মাসব্যাপী কার্যক্রমে সহযোগিতায় ছিলো লিও ক্লাব সীতাকুণ্ড, দিশারী যুব ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক,ইয়ুথ ক্লাব , এফএন ট্যুরিজম খাগড়াছড়ি, ০৭-০৯ বেইস চট্টগ্রাম, চাইল্ড বিডি চট্টগ্রাম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম।

সভায় সংস্হাটি দেশের যেকোন স্হানে ঠোঁটকাটা,তালুকাটা,পা- বাকা কোন শিশু থাকলে বিনা খরচে সম্পূর্ণ সুস্হ হওয়ার সেবা নিতে আহব্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।