ঢাকাSunday , 15 September 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩৫) নিহত

Link Copied!

মোঃ শাহজাহান বাশার
স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩৫) নিহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করে। ডেমরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ডেমরা বাঁশেরপুল এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি ওই নারী বাঁশেরপুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মো. আতিকুর রহমান বলেন, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST