ঢাকাThursday , 21 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮ তম কমিশনার হিসেবে শেখ মোঃ সাজ্জাদ আলীর দায়িত্বভার গ্রহণ

Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে শেখ মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ২০২৪ সালের ২১ নভেম্বর সকালে, শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী কমিশনার মোঃ মাইনুল হাসান, পিপিএম, এনডিসি, ডিএমপি হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।নবনিযুক্ত পুলিশ কমিশনারের সম্মানে ডিএমপির সুসজ্জিত একটি দল গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব হস্তান্তরের পর বিদায়ী কমিশনারকে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিক বিদায় জানান।শেখ মোঃ সাজ্জাত আলীর কর্মজীবন ও অভিজ্ঞতাশেখ মোঃ সাজ্জাত আলী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।

তাঁর কর্মজীবন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাফল্যের ইতিহাস রচনা করেছে।অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও স্পেশাল ব্রাঞ্চে (এসবি) দায়িত্ব পালন করেন।উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে দায়িত্ব পালন করেন।পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট এবং লক্ষ্মীপুরে দায়িত্ব পালন করেন।খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও কাজ করেন।জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণতিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশ নেন।

তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা তাঁকে বাংলাদেশ পুলিশের একজন সৎ, কর্মঠ এবং মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।ব্যক্তিগত জীবন ও শিক্ষাশেখ মোঃ সাজ্জাত আলী ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ ওয়েজেদ আলী এবং মাতা নুরজাহান বেগম। তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।নতুন কমিশনারের প্রতি প্রত্যাশা ঢাকার ক্রমবর্ধমান ট্রাফিক জ্যাম, অপরাধ দমন এবং নগর নিরাপত্তা নিশ্চিত করার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ মোঃ সাজ্জাত আলীর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তাঁর নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেবা আরও কার্যকর ও জনমুখী হবে বলে প্রত্যাশা করছেন ঢাকাবাসী।

Design & Developed by: BD IT HOST