ঢাবির সাবেক শিক্ষকের গাড়ির চাক্কায় নারীর মৃ-ত্যু
শিহাব আহম্মেদ-স্টাফ রিপোর্টার:
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকল আরোহী এক নারীকে টেনেহিঁচড়ে অনেক দূরে নিয়ে গেছে একটি প্রাইভেটকার। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে। তার নাম রুবিনা আক্তার। বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাসা রাজধানীর তেজগাঁও এলাকায়।
ওই প্রাইভেটকারের চালক ছিলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ৷ এসময় তাকে উপস্থিত জনতা পিটুনি দেন৷ পরে তাকেও আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়৷
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।