দিনাজপুর হিলি সীমান্তে একই শহীদ বেদীতে শ্রদ্ধা জানালেন দুই বাংলার মানুষ
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দুই বাংলার সম্প্রীতির প্রয়াসে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি সীমান্তের শুন্য রেখায় অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ভারতের বাঙ্গালী ভাষা প্রেমীরা।
হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় ভারতের ১৪ জনের একটি প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এসময় ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধা সহ স্থানীয়রা।
পরে সীমান্তের জিরো পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদেও প্রতি তারা শ্রদ্ধা জানান।
এরপর সেখানে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায়
বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভারত থেকে আসা ভারতীয় ভাষা প্রেমী সুরুজ দাস সহ ভারতীয় অতিথিরা।
পরে সাংকেতিক অনুষ্ঠানে গান পরিবেশন ও কবিতা পাঠ করেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা।