দীর্ঘ ২৯ বছর শিক্ষকতার শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা
মোঃ তৌহিদুর রহমান চৌধুরী, স্টাফ রিফোটার
কুমিল্লা জেলা, নাঙ্গলকোট উপজেলা, আদ্রা উত্তর ইউপি দক্ষিণী শাকতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম কে, ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায়ী সংবর্ধনা জানানো হয়,তিনি অত্র স্কুলে দীর্ঘ ২৯ বছর সফলতার সহিত দায়িত্ব পালন করেন,ওনার বিদায় অনুষ্ঠানে এক দিকে কান্নার রোল পড়ে যায়,
উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক লিটন, শাকতলী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনারা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান,ফরিদুল ইসলাম,হুমায়ুন কবির,ও নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ওমর ফারুক ও মোহাম্মদ আলী আক্কাস সহ আরো অনেকেই, পরবর্তীতে ওনাকে ঘোড়ার গাড়িতে চড়ে উনার নিজ গ্রাম হাসাখালী ইউনিয়নের হিয়াজোড়া গ্রামে পৌঁছে দেওয়া হয়।