দুপচাঁচিয়ায় আমন রোপণ ব‍্যাহত, বাড়ছে খরচ
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় পানির অভাবে আমন চাষ ব্যাহত হচ্ছে। সেচ দিয়ে চাষ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। আমন চাষ বৃষ্টি নির্ভর হওয়ায় বৃষ্টির অপেক্ষায় ছিলেন কৃষকরা। জমিতে পানি নেই। বিকল্প ব্যবস্থায় গভীর নলকূপের সেচ দিয়ে আমন চাষ করছেন কৃষকরা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রভাব পড়েছে আমন মৌসুমের প্রান্তিক চাষিদের উপর। ফলে দেনার উপর দেনা কাঁধে নিয়ে কষ্টের শেষ সীমা অতিক্রম করছেন কৃষক।
উপজেলার ৬ টি ইউনিয়নে জমিতে আমন রোপনের লক্ষ্য কৃষকরা চাহিদা মাফিক বীজতলা তৈরি করে চারা বড় করেছেন। অন্যান্য বছর এই এলাকার কৃষকরা শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে পুরোদমে আমন রোপন করে থাকেন। কিন্তু এবার শ্রাবণ মাসে বৃষ্টি না হওয়ায় পানির অভাবে আমন রোপন করতে পারছেন না কৃষকরা। ইতোপূর্বের বৃষ্টিতে নিচু শ্রেণির জমিতে জমে থাকা পানিতে অল্প পরিসরে কিছু চারা রোপন করেছেন। তবে উঁচু ও মধ্যম শ্রেণির জমি শুকিয়ে যাওয়ায় থমকে গেছে আমন রোপনের কাজ। উপজেলার অনেক জায়গা ঘুরে দেখা গেছে বেশিরভাগ জমিতে নেই পানি অনেকেই কোনো রকমে রোপন করছেন আমন চারা।
উপজেলার তালোড়া ইউনিয়নের অনেক কৃষক জানান, এই এলাকার নিচু জমিতে কৃষকরা আমন রোপন করতে পারলেও এখন পানির অভাবে উঁচু ও মধ্যম শ্রেণির জমিতে চারা রোপন করতে পারছেন না। উপজেলার কইল গ্রামের কৃষক সুজন সেন জানান এই প্রতিবেদকে জানান এ পর্যন্ত প্রায় ২৫ ভাগ জমিতে আমন চারা রোপনের পর পানির অভাবে রোপন কাজ ব্যাহত হচ্ছে। সেচ যন্ত্র চালু করে জমিতে পানি সেচ দেওয়ার জন্য ইতিমধ্যে গভীর নলকূপ চালুকরা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *