বগুড়ার দুপচাঁচিয়ায় তিথি সরকার(১৯) নামের এক কলেজ শিক্ষার্থী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিথি উপজেলার তালোড়া পৌর এলাকার সরঞ্জাবাড়ী গ্রামের সুমন সরকারের মেয়ে। গত ৫ নভেম্বর মঙ্গলবার রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহতের পারিবারিক ও গ্রামবাসী সূত্রে জানা যায়, তিথি সরকার তালোড়া সরকারি শাহ এয়তেবাড়িয়া কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী। কলেজের প্রিটেস্ট পরীক্ষার ফলাফল খারাপ করায় ঘটনারদিন মঙ্গলবার দুপুরে তিথির মা দুলালী রানী তাকে লেখা-পড়ার ব্যাপারে বকাবকি করে। এ ক্ষোভে তিথি সরকার সকলের অগোচরে তাদের বাড়ির দ্বিতীয় তলার ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তাকে ওই ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশীদের ডেকে এনে তিথির ফাঁস দেয়া ওড়না কেটে তার লাশ নিচে নামান।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, তিথির আত্মহত্যার খবর পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।