ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

দুপচাঁচিয়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

Link Copied!

দুপচাঁচিয়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গত শুক্রবার ৭ জুন রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে। কিশোর গ্যাংয়ের গ্রেফতারকৃতরা হলো, মাসায়েক শেখ (২৪) ও রকি দপ্তরি (১৯)। থানা পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামের উত্তরপাড়ার মোঃ আব্দুর রহিমের ছেলে মুত্তাকিম হোসেন (১৯) এর সাথে প্রতিবেশি কিশোর গ্যাংয়ের সদস্য কয়েকজন যুবকের বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার সন্ধ্যায় মুত্তাকিম হোসেন তার বন্ধু কইল মন্ডলপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে সবুর হোসেন (২২) সাথে পাশ্ববর্তি নির্মানাধীন একটি ছাদে বসে গল্প করছিলো। পূর্ব পরিকল্পিত ভাবে কিশোর গাংয়ের ১১-১২ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মুত্তাকিম ও তার বন্ধু সবুর হোসেন গুরুত্বর আহত হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যায়। স্হানীয়রা আহত অবস্থায় দুইজনকেই প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে প্রেরণ করা হয়। শনিবার মুত্তাকিম হোসেনের মা মুনজিলা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিয়ামান নাসির পাশ্ববর্তি নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশোহরিহারা গ্রামে অভিযান চালিয়ে ১নং আসামির আত্মীয়র বাড়ি থেকে আসামি কইল উত্তরপাড়া গ্রামের বুলু শেখের ছেলে মাসায়েক শেখ (২৪) ও আব্দুল হান্নানের ছেলে রকি দপ্তরি (১৯) কে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, কিশোর গাংয়ের দুই সদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের দূই সদস‍্যকে শনিবার ৮ জুন বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST