সুশান্ত মালাকার,বগুড়া প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মনণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরার তিথির সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন, গণঅভ্যুত্থানে নিহত আবু রায়হান রাহিমের মাতা রওশন আরা বেগম, স্ত্রী দিলরুবা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের দুপচাঁচিয়ার প্রতিনিধি মেহেদী হাসান,যুবদল নেতা মোকলেছুর রহমান বাবু
আন্দোলনে যুবদল নেতা আহত কাজী ইলিয়াছ কল্লোল, অন্যান্য আহতদের মধ্যে নাইমুল হক, উজ্জল হোসেন প্রাং, আব্দুল্লাহ আল নোমান, জাহাঙ্গীর আলম, মুরাদ হোসেন নাঈম, একেএম মাইসুর রহমান কাজল, হারুনুর রশিদ মুকুট, মারিয়া তাবাসুম প্রমুখ। স্মরণ সভার শুরুতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়া একমিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আজিজুর রহমান।