দুপচাঁচিয়ায় ৭টি ওষুধের দোকানে অভিযান জরিমানা ৪২ হাজার টাকা
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় ৭ ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। ১৫জুলাই সোমবার দুপুরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ওষুধের দোকানে এ ভ্রাম্যমাণ চালানো হয়েছে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। অভিযান পরিচালনাকালে তিনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ দোকানে বিক্রির জন্য রাখার অপরাধে তমা মেডিকেল স্টোরের ১০হাজার, মাহিন ফার্মেসীর ৫হাজার, তোতা ফার্মেসীর ১০হাজার, রিপন ফার্মেসীর ৫হাজার, মৌসুমী ফার্মেসীর ৫হাজার, সেতু ফার্মেসীর ৫হাজার ও আরএস উত্তরা ফার্মেসীর ২হাজার টাকা সহ মোট ৪২হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ জব্দ করা হয়েছে। এসময় বগুড়া ওষুধ প্রশাসন এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, থানার এসআই পলাশ অধিকারী, ভ্রাম্যমাণ আদালতের পেশকার জিল্লুর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।