দুমকিতে শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের মিথ্যা মামলা
মোঃ সজিব সরদার, ক্রাইম রিপোর্টার
পটুয়াখালীর দুমকিতে কলেজ ইভটিজিং, ধর্ষণসহ নানা অপকর্মের প্রতিবাদ করায় দুই শিক্ষকের নামে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। উপজেলার মুরাদিয়া ইউনিয়নে আজিজ আহমেদ ডিগ্রী কলেজে এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুমকির মুরাদিয়া আজিজ আহমেদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো: ইশরাত জাহান লিটন ও প্রভাষক মো: ফরিদ আহমেদ’র নামে গত রবিবার(২৫ আগষ্ট) অত্র কলেজের অধ্যক্ষ মো: আহসানুল হক, পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা ১৩৪/২০২৪ দায়ের করেন। মামলায় বলা হয় কলেজে বিভিন্ন অনিয়ম দূর্নীতিসহ কলেজ অধ্যক্ষকে গত জুন মাসের ৬ তারিখ আসামিরা তাকে মারধর ও প্রান নাশের হুমকি দেন।
ভুক্তভোগী ইশারাত হোসেন শাহীন ও মো: ফরিদ হোসেন বলেন, অধ্যক্ষ মো: আহসানুল হক কবিরের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষিকার সঙ্গে পরকীয়া ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ রয়েছে। অতি সম্প্রতি এক শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায়, শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত অধ্যক্ষ আহসানুল হকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এছাড়াও অধ্যক্ষ তার কলেজ সংলগ্ন এলাকায়, একটি অসমাজিক কর্মকান্ডে ধরা পড়লে টাকার বিনিময়ে তা ধামাচাপা দেন তিনি। এসব বিষয়ে আমরা প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।