ঢাকাSunday , 15 September 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

দুমকীতে জোরপূর্বক দখল করে ঘড় নির্মাণের অভিযোগ 

Link Copied!

দুমকীতে জোরপূর্বক দখল করে ঘড় নির্মাণের অভিযোগ
মোঃ সজিব সরদার
ক্রাইম রিপোর্টার : পটুয়াখালীর দুমকীতে বিরোধপূর্ণ জমিতে ভয় ভীতি প্রদর্শন করে বিবাদী সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং গত শুক্রবার দুপুরে দু’টি ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুমকী গ্রামে পৌত্রিক ও ক্রয়কৃত জমি নিয়ে মজিবর মৃধা এর সঙ্গে তার আপন চাচতো ভাই সোহরাব মৃধা গংয়ের বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এর প্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর ২০২০ সালে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিজ্ঞ আদালত। কিন্তু সেই সময় নিষেধাজ্ঞার বর্ননা না দিয়ে সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মজিবর মৃধার রোপিত গাছপালা ও বেড়া কেটে দুই চালা দুটি টিনের ঘর নির্মাণ করেন।
সরেজমিন দেখা গেছে, দুমকী মৌজার হাল এস এ ৬৩ নং খতিয়ানের হাল দাগ নং -১১৮৮ (বিরোধপূর্ণ জমি) নতুন দু’টি ঘর নির্মাণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন আগেও এখানে কোনো ঘর ছিল না। মজিবর মৃধা বেড়া দিয়ে গাছগাছালি লাগাতেন।
ভুক্তভোগী মজিবর মৃধা বলেন, এ জমি আমি পৌত্রিক ও ক্রয় সূত্রে ভোগদখল করতাম। আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও জোর করে আমার চাচতো ভাইরা লোকজন নিয়ে ত্রাস সৃষ্টি করে আমার জমিটি দখল করে দুটি ঘর তুলেছে। এর আগেও আমার গাছগাছালি কেটে নিলে আমি বিজ্ঞ আদালতের দারস্থ হই। সে সময় একটি ভায়োলেশন মামলা রুজু হয় তাদের বিরুদ্ধে। কিন্তু সে মামলার জবাব তারা দেয় নি। তারপর থেকে আমাকে বিভিন্ন সময় নানাভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং। এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি এর সঠিক বিচার চাই।’
অপরপক্ষে পাল্টা অভিযোগ তুলে সোহরাব মৃধা বলেন, এই জমিতে কখনো আদালত নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা আমরা জানি না। অপর দিকে আসলে রাস্তা নির্মানের জন্য ঠিকাদার কয়েকটি গাছ কেটেছিলেন। এই সূত্র ধরে মজিবর মৃধা আমাদের নামে আালতে একটি মিথ্যা মামলা করেছিলেন। এতদিন মজিবর মৃধা দলীয় প্রভাব খাটিয়ে এই জমি দখলে রেখেছিলেন। এখন আর জোরজবরদস্তি চলবেনা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঘর তোলার বিষয়ে তিনি বলেন, আমাদের এই ঘর আলগা ঘর। আমরা যদি মাপজোখে না পাই তাহলে ঘর সরিয়ে নেবো।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বিরোধপূর্ণ জমিতে জোর করে ঘর নির্মাণ খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়। দু’পক্ষই আমাকে অবহিত করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
# বার্তা প্রেরক:-
মোঃ সজিব সরদার,ক্রাইম রিপোর্টার :

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST