স্টাফ রিপোর্টার: হাবিবুর
খুলনা বিএল কলেজের মেইন গেটস্থ দৌলতপুর শহীদ মিনারের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা বিএল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দর মন্ডল। মঙ্গলবার সকালে ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও মারাত্মক আহত হন। এই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি বিস্মিত ও হতবাক এবং মারাত্মক শংকিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনার পরপরই দৌলতপুর থানায় ডায়েরি করা হয়েছে। অপরদিকে এমন নেককার জন্য ঘটনার ক্ষোভ তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষে সভাপতি অতুলন দাস দাস আলো,সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টিও সহ-সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল। তদ্রূরুপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী,খুলনা জেলা কমিটি ও বি এল কলেজ শাখার কমিটির নেতৃবৃন্দ