দৈনিক সমকালের শিবচর প্রতিনিধি মোঃ আলী মৃধার জানাজা শেষে দাফন সম্পন্ন
নাজমুল হোসাইন, স্টাফ রিপোর্টার
দৈনিক সমকাল পত্রিকার মাদারীপুরের শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মৃধা সোমবার রাতে স্ট্রোকজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৪৪বছর। তিনি ১ছেলে ও ১ মেয়ের জনক। সে স্ত্রী সহ অসংখ্য গুনিজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পাঁচ্চর ক্লাব সিদ্দিকীর বাড়ির মসজিদ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। তাঁর অকাল মৃত্যুতে শিবচর প্রেস ক্লাবসহ সহকর্মীরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মোহাম্মাদ আলী একজন প্রতিবাদী, পরোপকারী, সদালাপী, কৃতজ্ঞ ও অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। ৯০ এর দশকে সাংবাদিকতার শুরু থেকেই সংবাদ সংগ্রহের জন্য প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াতেন এই চারণ সাংবাদিক মোহাম্মাদ আলী মৃধা। তিনি ছিলেন একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিক। সাংবাদিক মোহাম্মাদ আলী ছিল সহকর্মীদের পরমআপন। মাদারীপুরেরর সিনিয়র সাংবাদিক এবিএম বজলুর রহমান খান (মন্টু) এর সম্পাদনায় প্রকাশিত মাদারীপুর বাণী ও মাদারীপুরের “দৈনিক সূবর্ণগ্রাম পত্রিকায় কাজ দিয়ে শুরু সাংবাদিকতা। সেখানে কাজের মধ্য দিয়ে জেলার সিনিয়র সাংবাদিকদের সাথে পরিচয় ঘটে। সেখান থেকে এক সময় কাজের মূল্যায়নে সাংবাদিকতায় শিবচর প্রতিনিধি হিসেবে যোগ দেন দৈনিক সমকালে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।