ঢাকাThursday , 20 April 2023
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. উদ্বোধন
  8. কৃষি বার্তা
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জানাজা
  13. ডাকাতি
  14. তথ্য প্রযুক্তি
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক-পরিচয়দাতা আল-আমিন সরদার চাঁদাবাজি মামলায় গ্রেফতার

Link Copied!

দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক-পরিচয়দাতা আল-আমিন সরদার চাঁদাবাজি মামলায় গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

 

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্ৰামের মোঃ তুব্বাত সরদারের পুত্র মোঃ আল আমিন সরদার(২৮),এর বিরুদ্ধে যশোর মনিরামপুর থানার শামকুড় এলাকার মোঃ মোক্তার আলী সরদারের পুত্র মোঃ ইলিয়াস হোসেন(৪০) বাদী হইয়া ১৭/০৪/২৩ ইংরেজি তারিখে,
পাটকেলঘাটা থানায়,, ৪০ হাজার টাকার একটি চাঁদাবাজি মামলা দায়ের করে যার কোড-নাম্বার ১৮৬০- দ্বারা ৩৮৫/৩৮৭ রুজু করা হইলে, গতকাল রাত অনুমান,১০.৩০ ঘটিকায় দায়িত্বরত অফিসার বিশ্বজিৎ কুমার, আল-আমিন সরদার কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযোগে ইদ্রিস হোসেন বলেন আমি দৈনিক যশোর পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কর্মরত আছি, সেই সুবাদে আল আমিন সরদার সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক পরিচয় দিলে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়, এ ঘনিষ্ঠতা থাকার কারণে আলামিন বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার কাছে নগদ টাকা-পয়সা ধার/ঋণ হিসেবে দাবি করে, আমি ঋণ না দেওয়াই আমার প্রতি চাপা ক্ষোভ শত্রুতা পোষণ করতে সুযোগ খুঁজতে থাকে, এক পর্যায়ে আল-আমিন সরদার, আমার ব্যবহারিত মুঠোফোনে কল দিয়া আমাকে নারী কেলেঙ্কারি সহ স্থানীয় বিষয়াদি লইয়া মিথ্যা অপবাদ সৃষ্টি করিয়া আমাকে হুমকি দিতে থাকে এবং তার সোনার বাংলাদেশ পত্রিকায় অনলাইন পোর্টালে উক্ত নারি কেলেঙ্কারি সহ মিথ্যা সংবাদ প্রকাশ করিলে , আমি কর্মরত দৈনিক যশোর পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি পদচ্যুত সহ স্থানীয়ভাবে আমার সম্মানহানি ও আমার ব্যবসার ভীষণ ক্ষতি হতে থাকে, আল আমিন সরদার আমাকে ক্ষতিসাধন করিবে জানাইয়া হুমকি প্রদর্শন পূর্বক ৪০,০০০ চল্লিশ হাজার টাকা চাঁদা যাওয়া শুরু করেন, একপর্যায়ে সম্মানহানি ও ভয়ভীতির কারণে আমি তার বিকাশ/ নগদ নাম্বারে অর্থ প্রদান করা শুরু করি, কিন্তু আতঙ্কিত চাঁদাবাজ আল-আমিন সরদার এর চাহিদা যেন শেষ হচ্ছে না, আমি এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়লে আমার গ্রামের আইনের প্রতি শ্রদ্ধাশীল ভাই বন্ধুদের সহায়তায় আমি সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় অভিযোগ এজহার করি।

প্রতক্ষদর্শী জানান পঞ্চম শ্রেণীর ছাত্র আল-আমিন সর্দার পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে এলাকার জনসাধারণের কাছে ভীষণ আলোচিত এবং চাঁদাবাজি ও মানহানিতে আতঙ্ক।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার মান ক্ষুন্ন হয়েছে বলে ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করেন, এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, মাদক মামলা, নারি কেলেঙ্কারী ও চাঁদাবাজী সহ একাধিক মামলা রয়েছে এই ভুয়া সাংবাদিক আল আমিন সরদারের নামে,বর্তমানে সে আমাদের থানার হেফাজতে রয়েছে, কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Design & Developed by: BD IT HOST