ধর্মীয় শিক্ষীতরা প্রকৃত মানুষ গুইমারা দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণীতে — কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
মোঃ সালাউদ্দিন, গুইমারা খাগড়াছড়ি প্রতিনিধি,
ধর্মীয় শিক্ষিতরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। আর ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন। তার যোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্মীয় শিক্ষাকে সমমর্যাদা দিয়েছেন এবং তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স কমিটির চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
১৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দিনব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব নির্মিত ভবনের উদ্ধোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন গুইমারা ইসলামিযা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন। মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের চিত্র ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক শিক্ষক বর্তমান গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে গুইমারা উপজেলার বাইল্যাছড়িতে স্কুলের ভবন, উপজেলা প্রশাসনিক ভবন, মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন মুলক কাজের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি।