নওগাঁর ধামইরহাটে পৌরসভা পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ধামইরহাট পৌরসভা এবং ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশান (ইএসডিও)‘র আয়োজনে ও সুইজারল্যান্ড ওয়াটারএইড বাংলাদেশ ও সুইটকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ. মমিন। এছাড়াও বক্তব্য রাখেন, নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ
পৌর প্রকৌশলী সজল কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ ইএসডিও’র প্রতিনিধিগণ। এসময় বক্তারা জানান, পৌরসভার বিভিন্ন ড্রেন সমূহ পলিথিন দিয়ে প্রায় বন্ধ হতে চলেছে। এতে পানি যাওয়ার পথ সমূহ অচল হচ্ছে এবং পানিতে বিভিন্ন ধরণের মশার লাভা জন্মাচ্ছে। পুরো পরিবেশকে দুষিত করে তুলছে। বিভিন্ন ধরণের আইন বা নীতিমালা থাকলেও বাস্তবতার নিরিখে তা সঠিকভাবে কাজ করছে না। এখন সময় এসেছে আমাদের পলিথিন বা প্লাস্টিক ব্যবহার কমানোর।